কয়েকজন বন্ধু মিলে প্রায় দুই যুগ ধরে বন্যার সময় অথবা শীতের সময় ত্রাণ বিতরণ, দুঃস্থদের এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা, রক্তদান কর্মসূচি অথবা অসুস্থ শিশুর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ এধরণের বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছে। এবার বড় পরিসরে কিছু করার তাগিদে ১৫ই সেপ্টেম্বর ২০১৯ এ প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু সুকর্মা ফাউন্ডেশনের।
বয়ঃসন্ধিকালীন সময়টা ছেলে মেয়ে উভয়ের জন্য খুবই সংবেদনশীল। এসময়ে শারীরিক এবং মানসিক পরিবর্তনটা খুব দ্রুত ঘটে, তাইএসময় নিজেদেরকে নিজেদের কাছে অপরিচিত লাগে এবং সমাজে প্রচলিত কুসংস্কারগুলো ওদেরকে আরো দ্বিধান্বিত করে ফেলে।